• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২৮
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আসাদুল্লাহ বাহার, সভাপতি হাফিজুর রহমান সম্পাদক

 

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির দীর্ঘ ৭ বছর পর ১১ জানুয়ারি (শনিবার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছিল।

 

সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । পদগুলি হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোট প্রদান করেন।

 

সভাপতি পদে জিএম আসাদুল্লাহ বাহার আছু ছাতা প্রতীকে ৪৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আশেক ইলাহী মুন্না আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট, ও শেখ জাবের হোসেন হরিণ প্রতিকে পেয়েছেন ১৯ ভোট । সাধারণ সম্পাদক পদে জিএম হাফিজুর রহমান মোরগ প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকে আশরাফ হোসেন ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এসএম আসাদুজ্জামান মাছ প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আকতারুজ্জামান আক্তার গোলাপ ফুল প্রতিকে ৫২ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক পদে,মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী মোনতাকদির আলম ফ্যান প্রতিকে পেয়েছেন ৫২ ভোট।

 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে ডাঃ মতিউর রহমান বাল্ব প্রতিকে,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোতালেব হোসেন প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে আব্দুস সাত্তার প্রতিক ইট।

 

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও আহবায়ক মুহাঃ একরামুল কবীর, রিটানিং অফিসার মুহাঃ আব্দুর রউফ, প্রিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর আল আজাদ,সহকারী প্রিজাইডিং অফিসার নূরুন্নবী মোস্তফা, পোলিং অফিসার দীপক কুমার মন্ডল,সহ- রিটানিং অফিসার জি এম আব্দুল কাদের আহবায়ক সদস্য,সহ-পিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর হোসেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com