• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান

হাফিজুর রহমান শিমুল / ১৫২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রতি বছরের ন্যায় এবছরেও কালিগঞ্জের ভদ্রখালী পশ্চিম পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে জমিদাতা মরহুম আলহাজ্ব মুন্সি আহাম্মদ আলীসহ প্রয়াত সকল মুসলিম নর -নারীর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ জুলাই-২৫)  জুম্মার নামাজবাদে পশ্চিম পাড়া জামে মসজিদে চত্বরে প্রত্যয় গ্রুপের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। এসময়ে বক্তব্যকালে তিনি বলেন কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পরথেকে সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানা পুলিশকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। বিগত আওয়ামী দুঃশাসন আমলের দুষ্কৃতকারী ও দোসরদের এলাকাছাড়া করেছি। দুই একটা চুরি ছাড়া এখন মানুষ শান্তি ও স্বস্তির মধ্যে আছে। আমি ও আমার থানা পুলিশ সদা জাগ্রত থেকে রাতে পাহারায় থাকি। সেক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, জামায়াতের উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামাতের অফিস সম্পাদক শেখ আত্তাব উদ্দীন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আমির হামজা, জামায়াতের উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শেখ আত্তাব উদ্দিন, ভদ্রখালী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হোসেন।

 

এসময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভদ্রখালী মহিলা মাদ্রাসার সুপার ও পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সফিকুল ইসলাম।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com