• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সাতক্ষীরায় করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি / ১৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

আবারও হানা দিয়েছে করোনা ভাইরাস। বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার উদ্যোগে করোনা প্রতিরোধে জন সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

 

রবিবার সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জন গণের মাঝে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন এক ঝাঁক শিক্ষার্থীরা। লিফলেট ও মাস্ক বিতরণ উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ,ক্যাম্পাস সম্পাদক নাজিফা নিশাত নুহা,মিডিয়া বিষয়ক সম্পাদক করিমন নেছা শান্তা সহ আরো অনেকে।

 

ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ বলেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করাই ছিলো এই প্রচারণার মূল উদ্দেশ্য।

 

সাতক্ষীরায় নতুন করে করোনায় ইতোমধ্যে ১ জন আক্রান্ত হয়েছে। এই বাস্তবতায় আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।তিনি আরো বলেন, আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা চাই মানুষ সচেতন হয়ে নিজেকে এবং সমাজকে নিরাপদ রাখুক।আমরা চাই সাতক্ষীরা করোনা মুক্ত হোক। তাই প্রতিটি মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।

 

এ কর্মসূচিকে উৎসাহিত করতে সাতক্ষীরা সদর থানা পুলিশের কয়েকজন সদস্যও কার্যক্রমে সহায়তা ও উৎসাহ প্রদান করেন। এই ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com