• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বিএনপির একাংশের নির্বাচন কমিশন গঠন অপর অংশের প্রত্যাখ্যান

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ১৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
গঠন অপর অংশের প্রত্যাখ্যান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখা (একাংশ) কর্তৃক ইউনিয়ন নেতা নির্বাচনের জন্য গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন করা হয়। উক্ত কমিশন গঠনের একদিন পর অপর অংশ কর্তৃক উক্ত কমিশন অবৈধ এবং দলীয় সিদ্ধান্ত পরিপন্থী উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন।

 

প্রসঙ্গত গত রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা বিএনপির একাংশের আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম ও সদস্য সচিব মশিউল হুদা তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ কে প্রধান নির্বাচন কমিশনার এবং যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আলিম ও মোঃ রবিউল আওয়াল ছোট কে নির্বাচন কমিশনার করে উপজেলার ইউনিয়ন সমূহের নেতা নির্বাচিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। উপরোক্ত কমিটি গঠনের ঠিক একদিন পরেই সোমবার (৩০ ডিসেম্বর) অপর অংশের সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৯ তারিখের গঠিত কমিশনকে অবৈধ এবং দলীয় সিদ্ধান্ত পরিপন্থী উল্লেখ করে ঘৃণাভরে প্রত্যাখ্যান ও ধিক্কার জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌরসভা, কালিগঞ্জ, আশাশুনি এবং দেবহাটা উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু অদ্যবাদী পর্যন্ত উক্ত স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়নি। যেহেতু উক্ত পাঁচটি ইউনিটের মধ্যে আশাশুনি উপজেলা বিএনপি’র কার্যক্রম স্থগিত থাকায় সেই কমিটি কর্তৃক ইউনিয়নের নেতা নির্বাচনের জন্য গঠিত কমিশন দলীয় গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ।

 

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা স্থগিত থাকা কমিটি কোন নেতা নির্বাচন বা কোন কমিটি গঠন করতে পারেন না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com