• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শ্যামনগরে গোনা গ্রামের পুকুর নিয়ে ষ ড় য ন্ত্র, প্রতিকার দাবি

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১২৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের গোনা গ্রামের পুকুরটির মধো ৩২ শতক জমি ১ নং খাস খতিয়ানের, বাকী জমি স্থানীয় আলতাফ গাজীর পৈতৃক রেকর্ডিও জমি।

 

৩২ শতক খাস জমি ৪০ বছর যাবত উত্তর মেনদিনগর বাইতু সালাম জামে মসজিদ এর কমিটির সদস্য আলতাফ গাজীর নামে একসনা ডিসিআর নিয়ে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন।

 

উক্ত পুকুরে মসজিদের মুসল্লিরা অজু করেন। পানিটি হালকা লবণাক্ততা থাকায় এলাকার কোন মানুষ খাওয়া তো দূরের কথা রান্নার কাজেও ব্যবহার করতে পারেন না।

 

স্বরেজমিনে গেলে এলাকাবাসীরা বলেন মৃত মোহাম্মদ সরদার এর পুত্র আব্দুর রহিম, জয়নাল আলীর পুত্র আব্দুল হামিদ আব্দুল্লাহ আল মামুন, নাসিমা,কুলসুম ও আশুরা জানান, গোনা পুকুরটির পানি লোনা হওয়ায় রান্না ও খাওয়ার অনুপযোগী। আমরা দুরমুজ খালি বিওপি ক্যাম্প থেকে পানি এনে খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করি। গোনা পুকুরটির পাশে মসজিদ থাকায় মুসল্লিরা শুধুমাত্র ওযু করেন। পুকুরটি নিয়ে স্থানীয় কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে।

 

তাছাড়া আলতাফ গাজীর নামে পুকুরকেন্দ্র্রীক বিভিন্ন মামলা মকদ্দমায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

 

উপজেলার মেন্দিনগর মৌজার এস এ ২৬ ও ৬৭ নং গোনা মৌজার এস এ ১১নং খতিয়ানে ৫২৩/১৯৮২-৮৩ নং ইজারা কেসে আলতাফ হোসেনকে ইজারা দেওয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত আলতাফ গাজী নামে একসনা ইজারা রয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে এলাকার কতিপয় ব্যক্তির রেষারেষির কারণে গোনা পুকুরটি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা মিথ্যা অভিযোগ এনে আলতাফ গাজীর সহ মসজিদের মুসল্লিদের বিতর্কে জড়ানোর চেষ্টা করছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com