• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০৫
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২০ মে দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারকে বসতঘর নির্মানে সহযোগীতার অংশ হিসেবে মন্ত্রনালয় প্রদত্ত টিন ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন।

 

এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন মহিদ, উপজেলা প্রকল্প অফিসের ফিল্ড অফিসার রাজু হোসেন, শরিফুল ইসলাম ও খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় এধরনের সহযোগীতা প্রদান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com