• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শ্যামনগরে প্রতিবন্ধীর জায়গা দ খ লের অপচেষ্টা, মা ম লা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া চরের বিল গ্রামের প্রতিবন্ধী কার্ডধারী মোজাফফর রহমানের জমি অবৈধভাবে দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

 

আব্দুল বারীর পুত্র প্রতিবন্ধী কার্ডধারী মোজাফফর রহমান তার সহায় সম্বল ভোগদখলীয় রেকর্ডীয় জমি শেষ আশ্রয়টুকু বসত বাড়ি রক্ষায় সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আশ্রয় নিয়েছেন। যার পিটিশন মামলা নং ১০৮৯/২৫, ধারা -১৪৪,১৪৫,১৪৭।

 

এ মামলায় বিবাদী করা হয়েছে একই এলাকার বেলায়েত সানার পুত্র আবেনুর সানা, পরিমল সরদারের পুত্র কোমলেশ সরদার, সুপদ মন্ডলের পুত্র উত্তম মন্ডল, মুজিবুর গাজীর পুত্র মিজানুর সহ আটুলিয়ার ধনঞ্জয় মিস্ত্রী, মহানন্দ মন্ডল, প্রভাষ মন্ডল,সূর্যকান্ত মন্ডল, শান্তি মন্ডল। বিবাদী পক্ষরা বাদী মোজাফফর রহমানের ১০ শতক ভিটাবাড়ি দখলের জন্য নানাবিধ অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ জায়গায় ঘরবাড়ি, পুকুর খনন, তালগাছ, নারকেল গাছ, উভয় গাছে ফল ধরছে, তাছাড়া মেহগনি, শিশুগাছ, বকুল গাছ সহ নানা প্রকার বনজ ও ফলজ গাছ রোপন করে দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। তার বাড়ির ২ ধারে হিন্দু অধ্যুষ্তি এলাকা এবং অপর ২ ধারে বিল ও মৎস্য ঘের রয়েছে। সুযোগ সন্ধানীরা প্রতিনিয়ত ৩য় একটি পক্ষ হিংসাত্মক হয়রানী করতে বাড়ি সংলগ্ন ব্যক্তিমালিকানা দিঘির ২টি সরকারি পথ ও স্ব স্ব বাড়ি থেকে বিলে যাতায়াতের পথ থাকা স্বত্তেও প্রতিবন্ধী মোজাফফর রহমানের জমি টুকু দখলের পাঁয়তারা করছেন।

 

বিরোধীয় জায়গায় এস,এ,বিএস জরীপে আদৌও কোন সরকারি পথ ছিল না বা এখনও নেই। প্রতিবন্ধী মোজাফফর রহমানের ২ ছেলে, ১ মেয়ে সহ ৫ সদস্য বিশিষ্ট পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবন যাপন করছেন। বিজ্ঞ আদালতের ধার্য্য দিন আগামী ১৮/৯/২০২৫ তারিখে।

 

বিজ্ঞ আদালতে দখল প্রতিবেদনের জন্য শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) কে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগর থানা কে নির্দেশ দিয়েছেন।

 

এ ব্যাপারে প্রতিবন্ধী কার্ডধারী মোজাফফর রহমানের ভোগদখলীয় বসতঘর বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com