• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দেবহাটায় সাংবাদিক ইয়াছিন আলীর মায়ের জানাযা সম্পন্ন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুনের নামাযে জানাজা সম্পন্ন হয়েছে।

 

রবিবার ২৭ জুলাই বাদ যোহর ঘোনাপাড়া জামে মসজিদ ময়দানে মরহুমার জানাযা পড়ানো হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নাংলাস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ১ছেলে, ১মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

 

মরহুমার জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন নাংলা হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ, মরহুমার ছেলে সাংবাদিক ইয়াছিন আলী প্রমুখ।

 

নামাযে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপির অন্যতম নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নাংলা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, শিক্ষক শহিদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বিএনপি নেতা হারুন-অর রশিদ, বিএনপি নেতা শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ ডালিম, শ্রমিকদলের নেতা শফিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নামাযে জানাজা শেষে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

মরহুমার ছেলে ইয়াছিন আলী তার মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। এছাড়া বিভিন্ন মহল সাংবাদিক ইয়াছিন আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com