• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০০
সর্বশেষ :
হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল তালায় আম বাগান থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার রামপালে প্রতিবন্দিকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত। খুলনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রামপালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার, পেনা, ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে এখনই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানান, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে বিশ্বাশি। কেননা ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখ-শান্তিতে বসবাস করার পূর্ব শর্তই হচ্ছে অসম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা।

এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনটি উপলক্ষে রবিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে র‌্যালী শেষে বঙ্গবন্ধুর মূর‌্যালে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

এ ছাড়াও জেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিশুদের নিয়ে কেক কাটাসহ মিস্টি বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com