• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৭
সর্বশেষ :
নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌। চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। পাইকগাছার চাঁদখালীতে সরকারি ওয়াবদা, খাস জমি, কবর,‌ শ্মশান সবই পুড়ছে ইট ভাটার আগুনে। পরিবেশ অধিদপ্তর পরেছে কাঠের চশমা। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন,সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন। হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল

খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ।

খুলনা প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থী এস.এম. মনিরুল হাসান বাপ্পীর সমর্থকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে উল্লেখ করা হয়, পাইকগাছা উপজেলার ৮ নম্বর রাড়ুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় সংসদ সদস্য আসন-১০৪, খুলনা-৬ এর বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. মনিরুল হাসান বাপ্পীর পক্ষে প্রকাশ্যে হ্যান্ড বিল বিতরণ এবং নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ফেসবুক আইডি Rasel Gazi-এর মাধ্যমে ওই ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করেন। পাশাপাশি পাইকগাছায় বাঁকা বাজার এলাকায় প্রকাশ্যে প্রার্থীর পক্ষে স্ব-উদ্যোগে মিছিল বের করেন।, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়েছে।

এ প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন—তা ব্যাখ্যা করতে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ১২টায় খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতে (নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়) স্বশরীরে হাজির হয়ে লিখিত অথবা মৌখিক বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কারণ দর্শানোর নোটিশ অতীব জরুরি হিসেবে জারি করে তাৎক্ষণিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com