দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থী এস.এম. মনিরুল হাসান বাপ্পীর সমর্থকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশে উল্লেখ করা হয়, পাইকগাছা উপজেলার ৮ নম্বর রাড়ুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় সংসদ সদস্য আসন-১০৪, খুলনা-৬ এর বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. মনিরুল হাসান বাপ্পীর পক্ষে প্রকাশ্যে হ্যান্ড বিল বিতরণ এবং নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ফেসবুক আইডি Rasel Gazi-এর মাধ্যমে ওই ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করেন। পাশাপাশি পাইকগাছায় বাঁকা বাজার এলাকায় প্রকাশ্যে প্রার্থীর পক্ষে স্ব-উদ্যোগে মিছিল বের করেন।, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়েছে।
এ প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন—তা ব্যাখ্যা করতে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ১২টায় খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতে (নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়) স্বশরীরে হাজির হয়ে লিখিত অথবা মৌখিক বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, কারণ দর্শানোর নোটিশ অতীব জরুরি হিসেবে জারি করে তাৎক্ষণিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।
https://www.kaabait.com