• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১২
সর্বশেষ :
নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌। চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। পাইকগাছার চাঁদখালীতে সরকারি ওয়াবদা, খাস জমি, কবর,‌ শ্মশান সবই পুড়ছে ইট ভাটার আগুনে। পরিবেশ অধিদপ্তর পরেছে কাঠের চশমা। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন,সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন। হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল

খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌।

খুলনা প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে (প্রচারণার সময় শুরু না হলেও তাদের পক্ষে কর্মী-সমর্থকরা লিফলেট বিলি করেছে, সেই ছবি ফেসবুক থেকে পরিলক্ষিত হবার প্রেক্ষিতে) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির দুই প্রার্থীকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অধীন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ এবং বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. মনিরুল হাসান বাপ্পী।

নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দুই প্রার্থী নির্ধারিত সময়ের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ বিধির লঙ্ঘন।

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ:

নোটিশ অনুযায়ী, জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণামূলক পোস্ট প্রকাশ করেন। বিষয়টি উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতিবেদনের মাধ্যমে নির্বাচন কমিশনের নজরে আসে।

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ:

অপরদিকে, বিএনপি প্রার্থী এস. এম. মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ১২ জানুয়ারি ফেসবুকে নির্বাচনী প্রচারণামূলক পোস্ট দেন। প্রাথমিক অনুসন্ধানে সেটিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন কমিশন উভয় ক্ষেত্রেই The Representation of the People Order, 1972-এর Article 91A অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

হাজিরার নির্দেশ

নোটিশে দুই প্রার্থীকে আগামী ১৮ জানুয়ারি সকাল ১১টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com